রাজবাড়ী শহরের বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নেতৃত্বে শহরের বিনোদপুর বিবেকানন্দ পল্লী মন্দির, বিনোদপুর সার্বজনীন শীতলা মন্দির, বড়পুল হরিতলা সার্বজনীন মন্দির, জমিদার বাড়ি মন্দিরসহ বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দসহ আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন।
পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ছাত্রদলের নেতাকর্মীদের স্বাগত জানান।
রাজবাড়ী বড়পুল হরিতলা পূজা মণ্ডপের সভাপতি অ্যাড. স্বপন কুমার সোম বলেন, রোমানের বাড়ি রাজবাড়ী পৌরসভার মধ্যে। ও আমাদের পাড়ার ছেলে। পূজার শুরু থেকে পৌরসভার মণ্ডপ কমিটির নেতাদের সাথে তিনি কথা বলেছেন। বিদ্যমান পরিস্থিতিতে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকা ভালো বলে দাবি করেন তিনি।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি। রাজবাড়ীতে সুন্দর পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে জেলা ছাত্রদলের সদস্য সচিব মো.শাহিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, রাসেল শেখ, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রমাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি রবিনসহ জেলা ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন