শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দূর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে আস্থা ও মনোবল বৃদ্ধি করতে ঠাকুরগাঁওয়ে সীমান্তে পূজামণ্ডপ পরিদর্শন করেছে বিজিবি। সেই সাথে জোরদার করা হয়েছে বিজিবির টহল।
বৃহস্পতিবার বিকেলে ও রাতে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন সীমান্তের পূজামণ্ডপ পরিদর্শনে যান ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ। এসময় বজিবির অন্যান্য অফিসার বৃন্দ, কোম্পানী ও বিওপি কমান্ডার গন উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপসমূহে সিসি ক্যামেরা, জেনারেটর,পর্যাপ্ত সেচ্ছাসেবক রয়েছে কিনা এবং দূস্কুতিকারী কর্তৃক আক্রমনের সম্ভাবনা রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে বিজিবি।
বিডি প্রতিদিন/এএম