মৌলভীবাজারের কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। বৃহস্পতিবার রাতে তিনি উপজেলার কাদিপুর ও পৃথিমপাশা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পৃথিমপাশায় মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান।
আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতিকুল ইসলাম আতিক, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরী, বাংলাদেশ জার্নালের জেলা প্রতিনিধি এমএ কাইয়ুম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আদনান ও নাহিদসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দরা।
বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে ইউএনও বলেন, পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মণ্ডপে বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তিনি আশাবাদী, হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘেই পূজা উদযাপন করতে পারবেন।
বিডি প্রতিদিন/এএম