নোয়াখালীর জেলা শহর মাইজদী দেবালয় মন্দির, বেগমগঞ্জের চৌমুহনী বাজার ও সুবর্ণচরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, পুলিশ সুপার আবদুল্ল্যাহ-আল-ফারুক, সেনাবাহিনীর লে. কর্ণেল মো. রিফাত আনোয়ার। তারা বৃহস্পতিবার রাতে মাইজদী দেবালয় মন্দির পরিদর্শন করেন।
এসময় দেবালয় মন্দিরের কর্মকর্তা সমির কর্মকার সহ হিন্দু ধর্মীয় লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া বেগমগঞ্জের চৌমুহনীতে বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্যা বুলু নোয়াখালী সদরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান ও জামায়াত ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা। এ সময় তারা পূজা মন্ডপ গুলোতে সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসনকে নির্দেশ দেন এবং বিএনপি ও জামায়াত ইসলামের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান।
বিডি প্রতিদিন/এএম