ময়মনসিংহের ভালুকায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সুফিয়া খাতুন (৬০) নামে সিএনজির এক যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার রাংচাপড়া ভালুকা ফিডমিলের সামনে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন শ্রীপুর উপজেলার কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (২৫), একই উপজেলার শৈলাট গ্রামের মৃত হামেদ আলীর ছেলে সাহেব আলী (৭০), গফরগাঁও থানার লিটন মিয়ার ছেলে রনি মিয়া (২৫), একই থানার মৃত হুদা মিয়ার স্ত্রী পারভীন (৪৫) ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রুবেল মিয়ার স্ত্রী সুরাইয়া (৩৫)।
ভালুকা মডেল থানার এসআই নূর কাশেম জানান, আহতদের উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে সিএনজির এক নারী যাত্রী মারা যান। আহত অন্যান্য যাত্রীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল