গাজীপুরের কালিয়াকৈরে দুই ছিনতাইকারীকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এসময় তাদের কাছ থেকে এক অটোরিকশা উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই ছিনতাইকারীকে গাজীপুর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর থানার গুপিনাথপুর এলাকার মেসের আলীর ছেলে মুন্না মিয়া (৩০) ও নেত্রকোনার খালিয়াজুরি থানার সালদীঘা এলাকার দ্বীনবন্ধু সরকারের ছেলে যীশু সরকার (২৭)।
এলাকাবাসী, অটোরিকশা চালক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার আষাড়িয়াবাড়ি এলাকার নরেশ চন্দ্রের ছেলে মানিক চন্দ্র তার অটোরিকশা নিয়ে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পাশে মেদীআশুলাই বাজার এলাকায় যান। এসময় তিনি কালিয়াকৈর-মাওনা সড়কের পাশে অটোরিকশাটি রেখে ওই মেদীআশুলাই বাজারে কিছু কেনাকাটা করেন। কিছুক্ষণ পরে কেনাকাটা শেষে ফিরে দেখেন তার অটোরিকশাটি নেই। এরপর অটোরিকশা না পাওয়ার বিষয়টি তিনি ফোনে মানুষকে জানায়। প্রায় আধা ঘন্টা পর দুজন লোক ওই অটোরিকশা নিয়ে মেদীআশুলাই-বড়ইবাড়ি সড়কের উপজেলার বড়ইবাড়ি এলাকার দিকে যাচ্ছিলেন।
এসময় স্থানীয় লোকজন অটোরিকশাটি থামালে ওই দুজন লোক নিজেদের বাঁচাতে পাশে একটি খালের পানিতে ঝাঁপ দেয়। কিন্তু ছিনতাইকারী সন্দেহে তাদের আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুন্না ও যীশু নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। এসময় অটোরিকশাটি উদ্ধার করে চালক মানিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি অপারেশন যোবায়ের আহম্মেদ জানান, ছিনতাইকারী সন্দেহে ওই দুজনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে গ্রেফতারকৃতদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ