মাদারীপুরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। তাকে নারীরা আরতি নৃত্য দিয়ে বরণ করে নেয়।
শুক্রবার রাতে ডাসার উপজেলার বিভিন্ন এলাকার কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন আনিসুর রহমান খোকন তালুকদার। এ সময় বাঘমারা সার্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে ভক্তরা আরতি নৃত্য দিয়ে এই বিএনপি নেতাকে বরণ করে নেয়।
এ সময় বিএনপি নেতা হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকলের কাছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন।
এই বিএনপি নেতা বলেন, আমারা ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাছ করে যাচ্ছি। সবাই নিয়ে ভাল থাকতে চাই।
বিডি প্রতিদিন/এএ