সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত তারা সরকার ওরফে জুলমত সরকার হত্যা মামলার প্রধান আসামি মো. মমতাজ প্রামানিককে (৬০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মমতাজ প্রামানিক শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামের মৃত জনাব আলী প্রামানিকের ছেলে।
শনিবার (১২ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সিরাজগঞ্জ কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট সকালে আসামি মমতাজ প্রামানিকের নেতৃত্বে কায়েমপুর গ্রামে তারা সরকার ওরফে জুলমত সরকারের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা বাড়িঘর ভাঙচুর করতে থাকে। তারা সরকার বাধা দিতে গেলে মমতাজ প্রামাণিক চাইনিজ কুড়াল তার মাথায় কোপ দেয় এবং তার সহযোগী অন্যান্যরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তারা সরকারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তারা সরকার মারা যান। এ ঘটনায় নিহতের মেয়ে মোছা. মিতু খাতুন বাদী হয়ে গত ১৪ আগস্ট শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন