বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গলাচিপার নিহত শহিদ পাঁচ পরিবারের সদস্যদের নগদ ৫০ হাজার টাকা করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও কবর জিয়ারত করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গলাচিপার নিহত শহিদরা দেশের বিভিন্ন জায়গায় নিহত হন। এরা হলেন মো. রাসেল (ছাত্র), জাহাঙ্গীর খান (সিএনজি ড্রাইভার), আতিক আহম্মেদ (পেশাজীবী), সাগর গাজী (ছাত্র) ও মামুন হাওলাদার (শ্রমজীবী)। শনিবার সকাল ১০টায় হাসান মামুন পানপট্টি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক মিয়ার বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ আতিক আহম্মেদের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান ও কবর জিয়ারত করেন। পরে তিনি গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ চত্ত্বরে বৃক্ষরোপণ করেন।
এর আগে শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ অন্য চার পরিবারের মাঝে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন হাসান মামুন। পরে ওই দিন সন্ধ্যায় চরকাজল, চরবিশ্বাস ও চরশিবা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে পথ চলা শুরু হয়েছে, দেশনায়ক তারেক রহমান একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী দল সাম্য, ন্যায় বিচার ও অহিংস রাজনীতির ধারা অব্যাহত রাখার জন্য কাজ করে যাবে।
আর্থিক সহায়তা প্রদান ও পথ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ