কুমিল্লায় রেললাইন পার হওয়ার সময় কাটা পড়ে একজন নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) কুমিল্লা শহরতলীর শাসনগাছা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল।
কাটাপড়া ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের সাধু রবি দাসের ছেলে আপন রবি দাস (৪০)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রবিসহ তার সাথের অনেকেই চাঁপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লায় কাজের সন্ধানে এসেছেন। প্রতিদিন কুমিল্লার শাসনগাছা এলাকায় তারা কাজে যাওয়ার জন্য অপেক্ষা করেন। আজও তাই করছিলেন। ৯ টা ৪৫ এ চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশন অতিক্রম করে যাচ্ছিল। এসময় রবি দাসসহ সবাই রেললাইনেই দাঁড়িয়ে ছিল। ট্রেনের হর্ন দিতে থাকলে সবাই লাইন থেকে সরে যায়। কিন্তু রবি লাইনেই দাঁড়িয়ে ছিল। ট্রেনটি বার বার হর্ন দিতে থাকলে সবাই রবি দাসকে ডাকতে থাকে। কিন্তু রবি তাতেও কর্ণপাত করেননি। পরে দ্রুতগামী ট্রেনটি রবি দাসকে পিষে দিয়ে চলে যায়।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, সকালে ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা একজন মারা গেছেন। মারা যাওয়া রবি সহজসরল মানুষ ছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলছিল তিনি বুঝতেই পারেননি ট্রেন আসছিল। তার মৃতদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ আত্মীয়-স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। এবিষয়ে একটি অপমৃত্যু ডায়েরি লেখা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক