রাজবাড়ীর পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে সোবদুল্লাহ নামের দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোবদুল্লাহ রাজবাড়ীর কালুখালী উপজেলার হিরু মোল্লার ঘাট এলাকায় মো. জিয়ার ছেলে। সে তার মায়ের সাথে শাহামীরপুর গ্রামে মো. মতলবের বাড়িতে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে নানার বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু সোবদুল্লাহ। সকাল ১০ টার দিকে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা ডাক-চিৎকার শুরু করলে এগিয়ে আসে নিখোঁজ শিশুর আত্মীয়-স্বজন। ততক্ষণে শিশুটি মারা যায় বলে নিশ্চিত হয় স্থানীয় চিকিৎসক।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, খেলতে গিয়ে শিশুটি পানিতে ডুবে মারা গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম