খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে পাহাড়ে অস্থিতিশীলতা, সংঘাত ও সহিংসতা এড়াতে অসাম্প্রদায়িক সম্প্রীতির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার খাগড়াছড়ি সদরস্থ মারমা উন্নয়ন সংসদ সম্মেলন কক্ষে সম্প্রীতির সভায় প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর উপস্থিতিতে এলাকাবাসী জনসাধারণদের আয়োজনে এ সম্প্রীতির সভা অনুষ্ঠিত হয়।
সমাজকর্মী সুখময় খীসার উপস্থাপনায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃদা, মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মংনু মারমা, মারমা ঐক্য পরিষদ চেয়ারম্যান বাবু ম্রাচাথোই মারমা, সমাজ কর্মী অরুন কান্তি চাকমা, জেলা পূজা উদযাপন কমিটি সভাপতি অশোক মজুমদার, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন মজুমদার সহ সুশীল সমাজের নেত্রীবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম