আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা সিরাজগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
শনিবার দুপুরে তিনি মহাপ্রভুর আখড়া ও কালিবাড়ীসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
সিরাজগঞ্জ জেলার প্রধান পূজা মণ্ডপ মহাপ্রভুর আখড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন শেষে মণ্ডপের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এসময় তিনি বলেন, ছাত্র-জনতার অভুত্থ্যানে নতুন বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দময় ও উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। এ কারণে প্রতিটি মণ্ডপে আনসার, পুলিশ মোতায়েনের পাশাপাশি র্যাবের টহল ও সেনাবাহিনীর টহল বাহিনী রয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থাপনা রয়েছে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটালে ছাড় পাবে না।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, প্রেসক্লাবের আহ্বায়ক শরিফুল ইসলাম ইন্না, সাংবাদিক হীরকগুন ও রিংকু কুন্ডু প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই