চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার শান্তিনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ইমন (২৮) নামে একজন নিহত হয়েছে। স্থানীয় সবুজ ও ইলিয়াছ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। নিহত মো. ইমন একই থানার আমিন কলোনির মজিবুর রহমানের ছেলে। শুক্রবার রাতে শান্তিনগর কলোনিতে এ ঘটনা ঘটে।
বায়েজিদ থানার ওসি আরিফুর রহমান বলেন, শুক্রবার রাতে আধিপত্য বিস্তারের জেরে মো. ইমন নামে এক যুবক খুন হয়েছে। প্রাথমিক তদন্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বার্মা কলোনির সবুজ ও আওয়ামী লীগের ইলিয়াছ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
ঘটনাস্থল থেকে মো. ইমনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যু হয় তার। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। মরদেহ দাফন করে মামলা করার জন্য পরিবারের সদস্যরা থানায় আসবেন বলে জানা গেছে।