ময়মনসিংহের ভালুকায় তানভীর গেস্ট হাউজের দ্বিতীয় তলার একটি রুম থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ওই ব্যক্তির নাম মো. শহীদ মিয়া (৪০)। তিনি উপজেলার ধলিকুরি গ্রামের রুস্তম আলীর ছেলে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে পৌরসভার হোটেল সেভেন স্টারের পাশে তানভীর গেস্ট হাউজ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তানভীর গেস্ট হাউজের স্বত্বাধিকারী জানান, গেস্ট হাউজের ২/C নাম্বার রুমে একজন বোর্ডার দরজা খুলছে না বলে জানতে পারি। পরে রুমের দরজার ফাঁক দিয়ে দেখতে পাই বোর্ডার শহীদ মিয়া বিছানার উপর পড়ে আছেন। অনেক ডাকাডাকি করার পরও সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশের উপস্থিতিতে গেস্ট হাউজের লোকজনরা দরজা ভেঙ্গে রুমের ভিতর প্রবেশ করলে বিছানার উপর মৃত অবস্থায় পাওয়া যায় শহীদ মিয়াকে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুল হুদা খান জানান, লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে।