ইলিশ মাছ শিকারের নিষেধাজ্ঞা শুরুর শেষ মুহূর্তে বরিশাল নগরীর শহীদ জিয়া মৎস্য পাইকারি বাজারে কেনা বেচার ধুম পড়েছে। শনিবার বিকেল থেকে জমে উঠতে শুরু করে নগরীর পোর্ট রোড ইলিশ মোকাম। রাতভর এ মাছ কেনাবেচা চলবে বলে জানিয়েছেন মোকামের বিক্রেতারা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পোর্ট রোডের এ মোকামে নারী-পুরুষ ক্রেতাদের ভীর। ক্রেতা-বিক্রেতাদের দের দম ফেলারও সময় নেই।
বিক্রেতারা জানান, এক কেজি দুইশ’ গ্রাম ওজন সাইজের প্রতিমন ৬৪ হাজার, কেজি সাইজ ৬০ হাজার, আধা কেজি ওজনের মাছ ৩৫ হাজার, তিনশ' গ্রাম সাইজের মাছ ২২ হাজার টাকায় বিক্রি করছেন। এরচেয়ে ছোট সাইজের জাটকা ইলিশ প্রতিমন ১২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতা মো. সোহেল বলেন, সাগর ও অভ্যন্তরীণ নদ-নদী থেকে শনিবার দিনভর শিকার করা মাছ দেশের বিভিন্নস্থানে পাঠানো যায়নি। তাই চরমোন্তাজ, রাঙ্গাবালী, চরফ্যাসন, মহিপুর, আলীপুর ও কুয়াকাটা থেকে পাইকারি বিক্রেতারা মাছ নিয়ে শহীদ জিয়া মৎস্য পাইকারি বাজারে বিক্রি করতে এসেছেন। প্রতিবছর নিষেধাজ্ঞা শুরুর পূর্বে তারা এভাবে নিয়ে আসার পর ইলিশ মাছ কেনাবেচার মেলা হয়। ধারাবাহিকতায় এবারেও জমজমাট বিক্রি চলছে।
বরিশাল সদর আড়তদার অ্যাসোসিয়েশনের সদস্য মো. রানা বলেন, এবারে বড় মাছ তেমন আসেনি। ছোট মাছ বেশি এসেছে। দাম আগের তুলনায় কেজি প্রতি দুই থেকে তিনশ' টাকা কমে বিক্রি হচ্ছে। রাতভর তো চলবেই, সকাল পর্যন্ত অন্তত ১০ হাজার মন ইলিশ মাছ কেনাবেচা হবে।
বিডি প্রতিদিন/মুসা