বগুড়া সদর ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, সাবেক বিএনপি নেতা জহুরুল মাস্টার, সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজেন্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, সবুজ, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মোঃ মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু।
পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাবেক এই এমপি নিজস্ব তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেন। এদিকে শনিবার রাতে বগুড়া শহরের মালতিনগর বারোয়ারি মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১১ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ার। এসময় মন্দির কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আশিক