দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান।
শনিবার (১২ অক্টোবর) রাতে জয়পুরহাট পৌর ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
মোক্তাদুল হক আদনান বলেন, বাংলাদেশের সব নাগরিক মুসলিম, হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান সবাই কোনোরকম ভেদাভেদ ছাড়াই সমান অধিকার ভোগ করবে। দলের নির্দেশে দুর্গা উৎসবের সার্বিক নিরাপত্তার জন্য যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পূজামণ্ডপ পাহারা দিচ্ছেন।
এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী রাব্বি, রিজভী আহমেদ, সদস্য মহিদুল ইসলাম খান রাজিব, রেজহাত হোসেন রনি ছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজিম