সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে সিঁদুর খেলায় মেতেছিলো পুরুষ ও নারীরা।
রবিবার দুপুরে শহরের বারোয়ারি, চাকলাপাড়াসহ বিভিন্ন পূজা মন্ডপে দশমীর শেষ দিনে এ সিঁদুর খেলায় মেতে উঠেন সনাতন ধর্মাবলম্বী নারীরা।
সকালে পূজা অর্চনার পর দেয়া হয় পুষ্পাঞ্জলি। এরপরই হিন্দু বিবাহিত নারীরা দেবীর পায়ে লাল টকটকে সিঁদুর নিবেদন করেন। পরে সেই সিঁদুর একে অপরকে লাগিয়ে আগামী দিনের জন্য শুভ কামনা করেন। একই সাথে স্বামী সন্তানের মঙ্গল কামনা করেন।
বিডি প্রতিদিন/আশিক