ফরিদপুরের বোয়ালমারীতে জামাল বিশ্বাস (৬০) নামের এক ভ্যানচালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। রবিবার সকালের দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের ভ্যানচালক জামাল বিশ্বাস নিজ বাড়ির ফ্রিজে বিদ্যুতের লাইনে সমস্যা দেখা দিলে তা ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ