চট্টগ্রামের বাঁশখালীতে টিলার মাটি কাটার অপরাধে মো. ওবাইদুর রহমান ও আব্দুল মালেক নামে দুই ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার বৈলছড়ীর বটতল এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন।
এ সময় দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড আদেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন জানান, গভীর রাতে পাহাড়ি টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে ট্রাকভর্তি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদেরকে জরিমানা ও কারাদণ্ড দেয়া হয়।
বিডি প্রতিদিন/মুসা