গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকালে দলটির জেলা কার্যালয়ের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা আমীর আব্দুল করিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও নীলফামারীর জেলা আমীর মাওলানা আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্র ইউনিট সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার।
বক্তব্যে দেন প্রধান অতিথি মাওলানা আব্দুর রশীদ, বিশেষ অতিথি কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক গাইবান্ধা জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ, জেলার রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানসহ জেলা শূরা ও কর্মপরিষদের সদস্যরা। এছাড়াও এতে জেলা রুকনরা অংশ নেন।
বিডি প্রতিদিন/হিমেল