উলুধ্বনি, শাঁখ আর ঢাকের বাদ্যে মুখরিত ফেনীর কালিপাল দশমী ঘাট। মঙ্গলধ্বনির সঙ্গে থেকে থেকে শোনা যাচ্ছে হাজার মানুষের আহ্বান ‘আসছে বছর আবার হবে, মা তুমি আবার এসো’।
ফেনীতে বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, পুলিশ সুপার হাবিবুর রহমান, ফেনী পৌরসভার প্রশাসক ডিডিএলজি গোলাম মোহাম্মদ বাতেন।
ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হীরা লাল চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক লিটন দাস, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত।
রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো ফেনীর কালী পালের দশমী ঘাট যেন এক মহা উৎসবে রূপ নেয়। এবার ফেনী জেলার ১৪৬টি মণ্ডপে পূজা উদযাপন করেছে সনাতন ধর্মাবলম্বীরা।
বিডি প্রতিদিন/মুসা