খাগড়াছড়িতে শারদীয় দূর্গা পূজার প্রতিমা বিসর্জন মঞ্চ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ওসাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। প্রতিমা বিসর্জন কালে তিনি বলেন, সুন্দর সুষ্ঠভাবে এবারের বিসর্জন সম্পন্ন হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বিএনপি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যে কাজ করেছেন ভবিষ্যতে এসব কাজ আরো বেশি করে জোরদার করা হবে বলে তিনি জানানও।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদারের সভাপত্বিত্ব অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক,এম এন আফসার,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মোশারফ হোসেন, লক্ষ্মী নারায়ন মন্দিরের সভাপতি নির্মল দেবসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে জেলা বিএনপি জেলার প্রত্যেকটি পূজা মন্ডপে তাদের নেতাকর্মীরা নানাভাবে সহায়তা করেছেন। খাগড়াছড়ি সদরে ছয়টি পূজা মন্ডপের প্রতিমা গুলো একসাথে বিসর্জন দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম