কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনায় ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো এক শিশু নিখোঁজ রয়েছে।
আজ সোমবার (১৪ অক্টোবার) বেলা ১১টার দিকে নাফনদীর গোলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু হলো- উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার বাসিন্দা সাদ্দাম হোসেনের মেয়ে নুর আলিশা (৮)। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরী।
স্থানীয়দের বরাতে ইউএনও আদনান চৌধুরী জানান, সেন্টমার্টিন থেকে চালকসহ ৯ জন যাত্রী টেকনাফে ফিরছিলেন। বেলা ১১টার দিকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের শাহপরীর দ্বীপের অদূরে গোলারচর এলাকায় স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। তবে উদ্ধার তৎপরতা চালানো হলেও ঢেউয়ের ধাক্কায় স্পিডবোটটি ডুবে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় স্পিডবোটের চালকসহ ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এক শিশু এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধার করতে কোস্টগার্ডসহ স্থানীয়রা কাজ করছেন।
বিডি প্রতিদিন/জামশেদ