মোবাইল ফোনে কথা বলার সময় ঝগড়া করায় ঘরে ঢুকে ছুরি দিয়ে প্রেমিকার গলা কেটে দিয়েছে এক যুবক। এ ঘটনায় মুমূর্ষু তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সোমবার পুলিশ পাহারায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
অভিযুক্ত যুবকের নাম তৌহিদ। আহত তানজিন আক্তার (১৯) ভাগলপুর গ্রামের হোসেন মোল্লার মেয়ে।
তৌহিদুর রহমান বলেন, তানজিন আক্তারের সাথে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। ইদানিং সে তাকে সন্দেহ করছে। রবিবার রাতে ফোনে কথা বলার সময় একপর্যায়ে তাকে গাল-মন্দ করে। এরপর সাথে একটি ছুরি নিয়ে রাতেই তিনি তানজিনের বাড়িতে যান। সে তখন আবারও তাকে গালমন্দ করে। তখন সাথে থাকা ছুরি দিয়ে তাকে আঘাত করেন।
আহত তানজিন আক্তারের চাচাতো বোন তাসলিমা আক্তার বলেন, রাত ২টার দিকে চিৎকার চেচামেচি শুনে আমরা বের হয়ে দেখি বিছানার উপরে তানজিন গলা কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
ছেলেটাকে কয়েকজনে ধরে রাখছে। তারপর তানজিনকে পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে যায়। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ এসে হামলাকারী ছেলেটাকে নিয়ে যায়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ঘটনায় হামলাকারী পুলিশের হেফাজতে রয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/আশিক