কক্সবাজারের পেকুয়ায় শিক্ষক মো. আরিফকে নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেফতার উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার দুপুরে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পেকুয়া থানার এসআই রুহুল আমিন ১০ দিনের রিমান্ড আবেদন করলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক প্রবাল চক্রবর্তী এ আদেশ দেন। চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মো. শহীদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে চকরিয়া আইনজীবি সমিতির এক সদস্য বলেন, রিমান্ড শুনানীর সময় চকরিয়া আদালতের কোন আইনজীবি জাহাঙ্গীর এর পক্ষে শুনানীতে অংশ গ্রহণ করেননি। তবে গোলাম সরোয়ার নামে এক আইনজীবি আসামী পক্ষের নিযুক্ত না হলেও তার পক্ষে শুনানী করেন। এ নিয়ে আইনজীবিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এর আগে গত শনিবার রাতে র্যাব-১৫ এর একটি দল চট্টগ্রাম মহানগরীর পূর্ব মাদারবাড়ী এলাকায় বন্ধুর বাসা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।
অপরদিকে এই ঘটনায় জড়িত রুবেল খান নামে আরো একজনকে গ্রেফতার করা হয়। তাকেও ৫দিনের রিমান্ড নিয়েছে থানা পুলিশ।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. আরিফ অপহণের শিকার হয়। ঘটনার ১৪দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আরিফের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/আশিক