কুমিল্লার নাঙ্গলকোটে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নাবিলা আক্তার (৭) ও মুনতাহা আক্তার (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) উপজেলার মৌকারা ইউনিয়নের পরকরা গ্রামের হাজি বাড়ির পুকুরে জাল ফেলে ওই শিশু দুইটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। শিশু দুইটি হলো পরকরা গ্রামের মিজানুর রহমানের মেয়ে নাবিলা আক্তার ও তার ভাই প্রবাসী মাঈন উদ্দিনের মেয়ে মুনতাহা আক্তার।
শিশু নাবিলার বাবা মিজানুর রহমান বলেন, সকাল ১০টার দিকে নাবিলা আমার সাথে নাস্তা করে। পর সে ও আমার ভাইয়ের মেয়ে মুনতাহা বাড়ির উঠানে খেলা করছে দেখলাম। কিছুক্ষণ পর থেকে তাদের দুইজনকে কোথাও খুঁজে না পেয়ে আমাদের পুকুরে জাল ফেললে জালের মধ্যে দুইজনের মরদেহ উঠে আসে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ.কে ফজলুল হক বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। এ বিষয়ে খোঁজ-খবর নিব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ