রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রদল কর্মী মো. ফারুক সরদার (২৬) হত্যা মামলায় ফজল শেখ (৪০) ও ইউসুফ মন্ডল (৩০) নামের দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ফজল শেখ দৌলতদিয়া ইউনিয়নের সোনাউল্লাহ শেখ ও ইউসুফ একই ইউনিয়নের মোহন মন্ডলের ছেলে।
রবিবার দুপুরে ফজল শেখকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে ফজলকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া বিকালে ইউসুফ মন্ডলকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে গ্রেফতার করে পুলিশ।
রাত ৮টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়ালন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
তিনি বলেন, রবিবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা থেকে ফজল শেখকে গ্রেফতার করে ডিবি। একই দিন বিকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে আরেক আসামি ইউসুফ মন্ডলকে গ্রেফতার করে থানা পুলিশ। এর আগে এই ঘটনায় হুমায়ন নামে আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মামলায় ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, ফারুক হত্যা মামলার সকল আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। তদন্ত শেষে দ্রুত মামলাটির পুলিশ প্রতিবেদন আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টায় পূর্ব শত্রুতার জেরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পুরাভিটা এলাকায় ফারুক সরদারকে কুপিয়ে হত্যার করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন