দিনাজপুর সদর উপজেলায় প্রতিবন্ধী এক তরুণীকে লিচু ক্ষেতে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত দুজনকে সোমবার সন্ধ্যায় আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার পরেই মেয়েটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনি ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।
রবিবার দুপুর আনুমানিক ১২টায় দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি লিচু বাগানে নিয়ে গিয়ে প্রতিবন্ধী ঐ যুবতীকে কতিপয় দুষ্কৃতীকারি পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে প্রতিবন্ধী মেয়েটি বর্তমানে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনার পর পরেই এলাকাবাসী ২ জনকে ধরে পুলিশকে সোর্পদ করে। ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন । এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানায়।
এলাকাবাসী ও স্বজনরা ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবী জানান।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্না আল মামুন বলেন প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে, পুলিশ দ্রুততম সময়ে আইনগত ব্যবস্থা গ্রহনে কাজ করে যাচ্ছে। গণধর্ষণের শিকার প্রতিবন্ধী মেয়েটি একই ইউনিয়নের মেয়ে। ধৃত আসামীরা হলো একই ইউনিয়নের সোনাপাড়া এলাকার রফিকুল ইসলাম এবং দক্ষিন নারায়নপুর আব্দুস সালাম। মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম