বেনাপোল দিয়ে গত দুই দিনে ভারত থেকে এলো ৪৯৮ মেট্রিক টন কাঁচা মরিচের চালান। দুর্গাপূজার কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল গত ৫ দিন। সোমবার বন্দর খুলে যাওয়ায় একদিনেই ভারত থেকে আসে ৩৮৬ মে. টন কাঁচা মরিচ। ৫৬টি ট্রাকে সোমবার বেনাপোল বন্দর থেকে মরিচ বোঝাই ট্রাকগুলো খালাস করে নিয়ে গেছে আমদানিকারকরা।
বেনাপোল কাস্টমস থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, দেশের ২৮ জন আমদানিকারক সোমবার ২ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে ৩৮৫ মে. টন কাঁচা মরিচ আমদানি করে। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজির আমদানি মূল্য ৬০ টাকা এবং শুল্ক ৩৬ টাকা।
মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ১২টি ভারতীয় গাড়িতে প্রায় ১১২ মে. টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। শুল্ক করাদি পরিশোধ করে সন্ধ্যার আগেই মরিচ বোঝাই গাড়ি বন্দর এলাকা ত্যাগ করবে।
বিডি প্রতিদিন/এএম