ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনসহ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তোহুরুল ইসলাম, ঝিলিম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ পারভেজ, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আরিফ হোসেন, কানসাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. এমরান আলী, ভোলাহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. টানু, চৌডালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বেলাল হোসেনসহ অন্যরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ