সাতক্ষীরা শহরের মুনজিতপুরে নিখোঁজের একদিন পরে ড্রেন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে শহরের পিএন স্কুলের দক্ষিণ পাশের ড্রেন থেকে উদ্ধার হয় ৮৫ বছর বয়স্ক আবুল হোসেন গাজীর মরদেহ।
নিহত আবুল হোসেন মুনজিতপুর গ্রামের শাপলা আবাসিক এলাকার আব্দুল লতিফ গাজীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার সাব ইন্সপেক্টর মাজরেহা হোসাইন জানান, সাতক্ষীরা সদর থানায় মিসিং ডায়েরির পরদিন আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বালু ব্যবসার সাথে যুক্ত ছিলেন। নিহতের সুরতহাল, ময়নাতদন্ত ও অধিকতর তদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।
আবুল হোসেন গাজীর ছেলে আবুল কালাম বলেন, গতকাল বাড়ি থেকে বের হওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। সে কারণে থানায় মিসিং ডায়েরি করা হয়। এরপর আজ সকালে পিএন স্কুলের দক্ষিণের ড্রেন থেকে বাবার মরদেহ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/মুসা