গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ হাত ধোয়া প্রদর্শনী ও অনুশীলন কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গাইবান্ধার যৌথ আয়োজনে এ কর্মসূচিতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্যাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আজমির হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়হান আলী।
হাত ধোয়া প্রদর্শনী ও অনুশীলন পরিচালনা করেন প্রজেক্ট অফিসার সাইফুল ইসলাম, প্রধান প্রশিক্ষক আজমিরা মেধা। এতে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের যুব প্রধান জেসমিন চৌধুরীসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।
বিডি প্রতিদিন/এএ