বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনো অন্যায়ের সাথে আপস না করার ঘোষণা দেন এবং এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, ফারুক হোসেন সামাদ, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, মো. রফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ।
বিডি প্রতিদিন/এমআই