শেরপুরের নালিতাবাড়ীতে বানবাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন 'নিরাপদ সড়ক চাই'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার কলসপাড় ইউনিয়ন পরিষদে এই ত্রাণ বিতরণ করেন তিনি।
এ সময় বন্যা দুর্গত তিনশ' পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে চার কেজি চাউল, এক কেজি আটা, এক কেজি মশুর ডাল, লবণ, চিড়া, সয়াবিন তেল,পেঁয়াজ ও দুই কেজি আলু দেওয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই'র মহাসচিব এসএম আজাদ হোসেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি একেএম ফকরুল আলম, নিরাপদ সড়ক চাই'র ময়মনসিংহ শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী, সহ সভাপতি স্বাধীন চৌধুরী, ইউপি চেয়ারম্যান মজিদ, প্রিন্সিপাল মুনীরুজ্জামান মুনীর, জয়জিত দত্ত শ্যমল প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা