ঝিনাইদহের কালীগঞ্জে চিত্রা নদীতে ডুবে আয়াত হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ঝিনাইদহ সদর পৌরসভাধীন হামদহ এলাকার ফরিদ উদ্দিন ও সুমাইয়া খাতুন দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয়রা জানান,দুইদিন আগে মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে আসে আয়াত। সকলের অগোচরে দুপুর ১২ টার দিকে চিত্রা নদীর ঘাটে নেমে গোসল করছিল। এরপর বাড়ির আঙ্গিনায় শিশুটিকে না পেয়ে তার পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। বেলা ৩ টার দিকে নদীর পাড়ে পরনের জামা, প্যান্ট, জুতা দেখতে পান তারা।
এর কিছুক্ষণ পর পানিতে নেমে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানা ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন।
বিডি প্রতিদিন/মুসা