ময়মনসিংহের ফুলপুরে সম্প্রতি টানা বর্ষণে ও পাহাড়ি ঢলে সৃষ্ট বানভাসি মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার বিতরণ করেছে ছাত্রদল। মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের সরচাপুর, বাতিকুড়া ও পার্শ্ববর্তী বন্যাকবলিত অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল, তারাকান্দা ও ফুলপুর উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসব উপহার বিতরণ করেন।
উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম।
এসময় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ফুলপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সরকার, তারাকান্দা উপজেলা ছাত্রদলের সদস্য মোবারক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল