দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জে আন্তর্জাতিক সীমানায় অবৈধভাবে পারাপারের সময় মানব পাচারকারীসহ ৩ জন বাংলাদেশিকে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দিবাগত রাতে বিরল ও বোচাগঞ্জের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার সকালে বিজিবি আটককৃত ৩জনকে বিরল থানায় মামলা দায়ের পূর্বক সোপর্দ করেছেন।
আটককৃতরা হলেন-বিরলের ধর্মপুর ইউরি সাতদাগ কান্দাপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে মানব পাচারকারী হেলাল পারভেজ পায়েল (২৭) ও বোচাগঞ্জের মোল্লাপাড়া গ্রামের মৃত কান্ত দে’র ছেলে শ্রী বিরেন ভদ্র (৪০)।
অপরজন আটক নারী হলেন,বোচাগঞ্জের সীমান্তে দিনাজপুর সদরের বড়বন্দর চুড়িপট্টি এলাকার হরিপদ রায়ের মেয়ে ভারতী রাণী রায় (৪৫)।
বুধবার বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২বর্ডার গার্ড ব্যাটালিয়ন মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বিরলের ধর্মপুর ইউপির সাতদাগ (কান্দাপাড়া) নামক স্থানে এনায়েতপুর বিওপি এর সীমান্ত পিলার ৩২১নং মেইন পিলারের ৯নং সাব পিলার হতে আনুমানিক ১৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশী নাগরিক বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে পারাপারের সময় বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে এবং ২জনকে আটক করে। আটককৃত ২জনের মধ্যে ১জন মানবপাচারকারী এবং ১জন বাংলাদেশী সাধারণ নাগরিক।
এছাড়াও বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউপির পরমেশ^রপুর বিওপি’র সদস্যগণ ৩৩১ নং মেইন পিলারের ৫নং সাব পিলার এলাকা হতে দিনাজপুর সদরের বড়বন্দর চুড়িপট্টি এলাকার ভারতী রাণী রায় (৪৫)কে পৃথকভাবে আটক করে বিজিবি।
৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম সাংবাদিকদের জানান,ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশীদের বুধবার সকালে বিরল পুলিশের কাছে হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মানব পাচারকারী এবং পাসপোর্ট আইনে মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম