হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সোসাইটি অব ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং এর আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বক্তব্য শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ড. মুহম্মদ কুদরাত এ খুদা একাডেমিক ভবনের সামনে শেষ হয়।পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন হোটেল-রেস্টুরেন্টে স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ খাবার তৈরি ও বিক্রয়ে সচেতনতাম‚লক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।
এছাড়াও দিবসটি সফল করতে আগামী ২০ ও ২১ অক্টোবর ড. মুহম্মদ কুদরাত এ খুদা একাডেমিক ভবনের নিচে ফুড এক্সিবিশন এবং ২২ অক্টোবর একটি কনফারেন্স অনুষ্ঠিত হবে।
বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পায়রা ও বেলুন উড্ডয়ন করে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি (হাবিপ্রবির জরুরি আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ।
এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অনুষদের ডীন প্রফেসর ড. মফিজউল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, বিভিন্ন শাখার পরিচালকসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা এবং উক্ত অনুষদের ছাত্র-ছাত্রীবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ