মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরিত্যক্ত ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় রেখা রানী রায় নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া কবরস্থন এলাকায় স্থানীয়রা প্রথমে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে নিহতের পরিবার ও পুলিশেকে খবর দেয়।
পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রেখা রাণী দাস (৬৫) একই উপজেলার ভাটিমভোগ এলাকার গৌরাঙ্গ দাসের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান। নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত নারীকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ পরিত্যক্ত ডোবায় ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম