বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লার পুলিশ লাইন এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা আল আমিন সরকারকে গ্রেফতার করা হয়েছে। তাকে নগরীর ঝাউতলা এলাকা থেকে গ্রেফতার করে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মহিনুল ইসলাম।
গ্রেফতার আল আমিন সরকার কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি জেলার মুরাদনগর উপজেলার বি-চাপিতলা এলাকার জুয়েল সরকারের ছেলে।
জানা গেছে, গত ৩ আগস্ট দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন ও রেসকোর্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। হামলার ঘটনায় সাতজন গুলিবিদ্ধ হন। এছাড়া আহত হয় অন্তত ৩০ জন।
বিডি প্রতিদিন/মুসা