ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ৫ আগস্টের পরে যারা দেশে লুটপাট, দখল ও জুলুম করেছে দেশ তাদের হাতে দেশ নিরাপদ নয়।। তাদের আর স্বৈরাচার আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। বুধবার বিকেলে ঝিনাইদহের পায়রা চত্ত্বরে পাঁচ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, যে পদ্ধতিতে নির্বাচন কমিশন সংস্কার করা হোক না কেন। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, শেখ হাসিনার পিয়ন ৪শত কোটি টাকা মালিক। ফরিদপুর এক ছাত্রলীগ নেতা ২শত কোটি টাকার মালিক। গরীব মানুষ ঠিকমত চিকিৎসা পায়না। অথচ রাজনীতিবিদ, সরকারি-কর্মকর্তা-কর্মচারি সিঙ্গাপুর ও থাইল্যান্ডে চিকিৎসা নেয়। নেতার নয় আমরা নীতির পরিবর্তন চাই।
সমাবেশে ইসলামী আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ এইচ এম মোমতাজুল করীম সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, মুফতি আহমদ আব্দুল জলিল, ইসলামী আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সেক্রেটারি প্রভাষক মাওলানা শিহাব উদ্দিন,কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব কারী ওমর আলী,শৈলকুপা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ রায়হান উদ্দিন, হরিণাকুন্ডু উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল, ঝিনাইদহ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন মুন্সি,ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা মিরাজ হুসাইন, মুফতি নাজির আহমেদ, মুফতি আলী হুসাইন,মাওলানা শহীদুল ইসলাম,মাওলানা আবু বক্কর সিদ্দিক, মুহাম্মদ ফারুক হোসেন,এইচ এম নাঈম মাহমুদ প্রমুখ।
মুফতি ফয়জুল করিম বলেন, প্রতিটি মানুষ যেন অধিকার নিয়ে বাঁচতে পারে, এমন বাংলাদেশ চাই। জালেমের হাতে দেশ থাকে বলেই জুলুম বন্ধ হয় না। তাকওয়াভিত্তিক নেতা না এলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। ৯২ ভাগ মুসলমানের দেশে ইসলামের বাংলা দেখতে চাই। এ দেশের যে রাজনীতির চর্চা আর নেতাদের যে চরিত্র, তাতে করে শুধু ক্ষমতার বদল হবে, দুঃশাসন বন্ধ হবে না। সমাবেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত বীরদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোতাজাত করা হয়।
বিডি প্রতিদিন/এএ