নোয়াখালীতে ১৭৮তম বিশ্ব এনেসথেসিয়া দিবস পালিত হয়েছে। এই উপলক্ষ্যে বুধবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে কেক কেটে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদ্বােধন করেন অতিথিরা।
নোয়াখালী জেলা এনেসথেসিয়া শাখার সভাপতি ডাঃ আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মহিউদ্দিন মঞ্জু পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মাছুম ইফতেখার ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হেলাল উদ্দিন।
বিডি প্রতিদিন/এএ