হবিগঞ্জের মাধবপুরে পথচারীকে বাঁচাতে গিয়ে সৌরভ মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ওই পথচারীসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের শিপন মিয়া ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের তিন যুবক মোটরসাইকেলে মাধবপুর বাজারে দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া নাম স্থানে পৌঁছালে এক পথচারী হঠাৎ করে সড়ক পারাপার হতে গেলে মোটরসাইকেল চালক তাকে বাঁচাতে চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যান। এতে পথচারী ও মোটরসাইকেলটির তিন আরোহী গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোটরসাইকেল আরোহী সৌরভ মিয়াকে মৃত বলে ঘোষণা করেস। অপর দুই মোটরসাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অপরদিকে গুরুতর আহত পথচারী আমির হোসেন কিরনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/নাজিম