চাঁপাইনবাবগঞ্জ প্রতীমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ কিশোর তন্ময় কুমারের মরদেহ তিনদিন পর মহানন্দা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা উনিয়নের যাদুপুর ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত তন্ময় কুমার জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লার জয় কুমারের ছেলে। স্থানীয়রা জানায়, গত রবিবার দূর্গা প্রতীমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ ছিলো তন্ময় কুমার।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ