চকরিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষিদের মাঝে জনপ্রতি ৪ কেজি করে ১৮৩ জন চাষিকে ৭৩৫ কেজি রুই জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়।
পোনামাছ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন , সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন, মেরিন ফিশারিজ অফিসার মো. জেড এম মোছাদ্দেকুল ইসলাম, উপজেলা মৎস্য দপ্তর, উপজেলা প্রাণিসম্পদ, উপজেলা কৃষি অফিসারের প্রতিনিধি ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/আশিক