ঝূঁকিপূর্ণ হয়ে পড়েছে দিনাজপুরের বেশিরভাগ সাব-রেজিস্ট্রি অফিস। এরমধ্যে কাহারোল উপজেলা চত্তরে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসটি অতি ঝূঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনটি পুরাতন হওয়ায় ছাদের প্লাস্টার খসে পড়ছে। শরীরের উপরও পড়ছে মাঝে মধ্যে। বৃষ্টির দিনে বিল্ডিংয়ের ছাঁদ দিয়ে পানি চুইয়ে অফিসের মূল্যবান কাজপত্র ভিজে নষ্ট হয়ে যাচ্ছে।
এ অবস্থায় অফিসের ভিতরে সবাই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। উপজেলার পুরাতন কোর্ট ভবনে অফিসটিতে সাব-রেজিস্টারসহ ২৫জন জনবল কাজ করছেন।
জানা যায়, ১৯৭৮সালে কাহারোল সাব-রেজিস্ট্রি অফিস চালু হলেও তার নিজস্ব কোনো ভবন নেই। এর আগে কাহারোল বাজারে একটি পুরাতন ভবনে ওই রেজিস্ট্রি অফিসের সকল কাজকর্ম করা হতো।
এরপর ১৯৯৭ সাল থেকে কাহারোল উপজেলা ক্যাম্পাসের ভিতরে কোট বিল্ডিংয়ে সাব-রেজিস্ট্রি অফিসে সকল কার্যক্রম চলছে। বৃষ্টির দিনে বিল্ডিংয়ের ছাঁদ দিয়ে পানি চুইয়ে অফিসের মূল্যবান কাজপত্র ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। কোটি কোটি টাকা রাজস্ব আদায় হয়ে থাকে এই সাব-রেজিস্ট্রি অফিসে। অথচ ঝুকিতেই চলছে এখনও সব কার্যক্রম।
এ বিষয়ে কাহারোল সাব রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার অশোক কুমার বসাক জানান, এটি সহ পুরাতন অনেক সাব-রেজিস্ট্রার অফিসের একই অবস্থা।এই অফিসের অবস্থা সম্পর্কে উপরের কর্মকর্তাদের জানানো হয়েছে। অতি ঝূঁকিপূর্ণ বিবেচনা করে পর্যায়ক্রমে সকল সাব-রেজিস্ট্রার অফিসের জন্য নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। দ্রুতই এই সাব-রেজিস্ট্রার অফিসেরও নতুন ভবন পাবো বলে আশা করছি।
বিডি প্রতিদিন/আশিক