ফেসবুকে স্ট্যাটাস দেখে প্রতিবন্ধী শিশু নাফিউকে হুইল চেয়ার দিলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে নাফিউকে অভিভাবকের মাধ্যমে হুইল চেয়ারটি দেওয়া হয়।
জানা যায়, শারীরিক প্রতিবন্ধী নাফিউ ফুলপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের গোদারিয়া গ্রামের হত দরিদ্র নজরুল ইসলামের পুত্র। সে জন্মগতভাবে চলাফেরায় অক্ষম। এজন্য দীর্ঘদিন ধরে সে একটি হুইল চেয়ারের আবেদন জানিয়ে আসছিল।
সম্প্রতি তাঁর দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে পড়ে। পরে উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম তার খোঁজ খবর নেন এবং তাকে ডেকে এনে একটি হুইল চেয়ার দেন।
এ সময় উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, কৃষি অফিসার ফারুক আহম্মেদ ও ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম প্রমুখ তার সাথে উপস্থিত ছিলেন।