কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ফুলকুঁড়ি চাইল্ড একাডেমির ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সেরনেটি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার আয়োজনে এই সবজি বীজ বিতরণ করা হয়। একাডেমি আঙিনায় আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সেরনেটি বুড়িচং- ব্রাহ্মণপাড়ার উদ্যোক্তা মোবারক হোসেন। সভাপতিত্ব করেন শশীদল ফুলকুঁড়ি চাইল্ড একাডেমির প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ।
অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, এখন টিভির কুমিল্লার ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, সাংবাদিক হাসিবুল ইসলাম সজিব প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ